ব্রেন স্ট্রোকের জন্য কম দায়ী নয় বাড়তি কোলেস্টেরল
হ্যালো ডাক্তার ব্লগ টিম
2019-01-25 12:32:55

কোলেস্টেরল শরীরের প্রয়োজন। কারণ আমাদের শরীরের মধ্যে কিছু কাজকর্মের স্বাভাবিকতা রাখতে কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শরীর গঠন, প্রজনন এবং বিপাকের জন্যও কোলেস্টেরল অতি আবশ্যক।
প্রশ্নটা হচ্ছে, কোলেস্টেরলের পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়া। তখন কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানা জটিল সমস্যা দেখা দেয়। যা জীবন-মরণের প্রশ্নকেও খাড়া করে দেয়। শরীরে অত্যধিক পরিমাণে কোলেস্টেরলের জন্য স্ট্রোক, ব্রেন স্ট্রোক হয় বা হতে পারে। তবে বেশি ঘটে ব্রেন স্ট্রোক। অতিরিক্ত সুগার ও হাইপার কোলেস্টরলের জন্য শরীরে নার্ভ এর বেশ কিছু সমস্যা দেখা দিতে আরম্ভ করে। ক্রমে ক্রমে নার্ভগুলো শুকিয়ে যায়।
সৌজন্যে: ‘সুস্বাস্থ্য’ – কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন