বাড়তি কোলেস্টেরল থেকেও হতে পারে সিরোসিস অফ লিভার
হ্যালো ডাক্তার ব্লগ টিম
2019-01-25 12:52:28

কোলেস্টেরল প্রচন্ড মাত্রাই বৃদ্ধি পেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। কোলেস্টেরল বৃদ্ধির এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে, ওষুধ খেয়েও যদি না নিয়ন্ত্রণে আনা যায় তবে শরীরে নানা রকম সমস্যা দেখা যায়। সবচেয়ে বড় সমস্যা হল কোলেস্টেরল থেকে সিরোসিস অফ লিভার হতে পারে। তাই কোলেস্টেরল বৃদ্ধি থেকে সাবধান থাকতে হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকের এবং সুচিকিৎসার মাধ্যমে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে মধ্যে রাখতে হবে। অবহেলা চলবে না। আমরা জানি প্রচুর মদ্যপান করলে সিরোসিস অফ লিভার হয়, কিন্তু মনে রাখতে হবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরল ডেকে আনে ফ্যাটি লিভার এবং তা থেকে হয় সিরোসিস অফ লিভারের মতো মরণ রোগ।
সৌজন্যে: ‘সুস্বাস্থ্য’ – কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন