×

Everyday: 10:00AM - 10:00PM

(+88) 01708500125

(+88) 09666741741

Email: care@hellodoctor.asia



× Home Our Doctors Blog Contact Us
(+88) 09666741741
Everyday: 10:00AM - 10:00PM Email: care@hellodoctor.asia
Title Image

Blog

Home  /  Blog

রোবোটিক সার্জারি নামমাত্র রক্তপাত, নিখুঁত অস্ত্রোপচার

ডাঃ বিনয় মহেন্দ্র
2019-03-27 11:37:58

চিকিৎসা জগতে কিছু না কিছু অগ্রগতি হচ্ছে। আর তার সাথে তাল মিলিয়ে এগোচ্ছে চিকিৎসা পদ্ধতিও। সার্জারির ক্ষেত্রে আবিষ্কৃত সব থেকে আধুনিকতম পদ্ধতিটি হল রোবোটিক সার্জারি। দুনিয়া জুড়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে রোবোটিক সার্জারি এবং ভারতও খুব একটা পিছিয়ে নেই। বরং, অনেক দেশের থেকে আগে এই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে শুরু করেছে। রোগীর স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার মতো সুবিধা তো রয়েছেই, তার সঙ্গে এই ধরনের সার্জারিতে হাসপাতালে বেশিদিন থাকতেও হয় না।

রোবোটিক সার্জারি একটি সম্পূর্ণ কম্পিউটার দ্বারা পরিচালিত প্রক্রিয়া। মিনিম্যালি ইনভেসিড বা যথাসম্ভব কাচাছেঁড়া কম করে অপারেশনের পদ্ধতিতে থাকা কয়েকটি সমস্যার সমাধানের জন্য যন্ত্রটির উদ্ধাবনার কথা ভাবা হয়েছিল।

রোবোটিক সিস্টেম দুটো অংশ দিয়ে তৈরি-রোবোটিক টাওয়ার এবং মাস্টার কম্পিউটার কন্ট্রোল।

রোবোটিক টাওয়ার

এর একটা হাতের সঙ্গে ক্যামেরা এবং বাকি চারটি হাতের সঙ্গে রোবোটিক যন্ত্রপাতি যোগ করা থাকে।

রোগীর তলপেটে ছোট ছোট ফুটো করা হয় এবং রোবোটিক ক্যামেরা আর যন্ত্রপাতি পেটের ভিতরে ঢোকানো হয় এই ফুটোগুলোর মধ্যে দিয়ে। এইগুলো রোবোটিক টাওয়ারের সঙ্গে যোগ করা থাকে, যাকে বলে ডকিং অফ দ্যা রোবোট।

মাস্টার কম্পিউটার কনসোল

মাস্টার কম্পিউটার কনসোল হল সেই জায়গা যেখানে সার্জেন বসেন। যেখানে অপারেশন করা হবে, সেখানকার বর্ধিত থ্রি-ডি ইমেজ দেখতে পান এবং কনসোলটিকে নিজের হাতে নিয়ে রোবোটিক ইনস্ট্রুমেন্টগুলি কন্ট্রোল করেন।

রোবোটিক সার্জারি সুবিধা দ্য ভিঞ্চি ক্যামেরা

স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোটিক সার্জারি শুধু একটা ক্যামেরাই ব্যবহার করে এবং সার্জেন টিভি দেখার মতো টু-ডি ভিশন দেখতে পান। দ্য ভিঞ্চি ক্যামেরায় রয়েছে দুটো হাই রেজিউলেশন ফাইবার অপটিক ক্যামেরা। মাস্টার কনসোলে যে সার্জেন বসে থাকেন, তিনি সম্পূর্ণ থ্রি-ডি ছবি দেখতে পান। ছবিটিকে অন্ততপক্ষে ১৫ শতাংশ বেশি বড় করে দেখা যায়। এই থ্রি-ডি ছবির সাহায্যে সার্জেন অনেক ভালো ভাবে এবং পরিষ্কার ছবি দেখতে পান। ফলে সার্জারিও অনেক সুরক্ষিত এবং দক্ষতার সঙ্গে হয়, যাতে শেষ পর্যন্ত উপকার হয় রোগীদেরই।

দ্য ভিঞ্চি সার্জিক্যাল ইনস্ট্রমেন্ট

স্ট্যান্ডার্ড ল্যাপরোস্কোপিক ইনস্ট্রুমেন্টের মতো দেখতে হলেও রোবোটিক ইনস্ট্রুমেন্টগুলির আরও অনেক বেশি সুবিধা রয়েছে। মানুষের হাত এবং কবজি যেমন ঘোরে, তেমনই এই যন্ত্রগুলিও একই সরলতার সঙ্গে খোলা, বন্ধ এবং এদিক ওদিক ঘুরতে পারে। সাধারণ ল্যাপরোস্কোটিক যন্ত্রের তুলনায় ৭ ডিগ্রি বেশি স্বাধীনভাবে কাজ করতে পারে। িএই বিশেষ সুবিধার কারণেই সার্জেন একদম নিপুণ ভাবে শুধু প্রয়োজনীয় অংশের ওপরই অস্ত্রোপচার করতে পারেন। তার আশপাশের কোনও অঙ্গে তার প্রভাব পড়ে না। জটিল কাজগুলিও খুব সহজেই হয়ে যায়, তাই অপারেশনের পরের ফলাফলও খুবই ভালো হয়। সার্জেন নিজের প্রত্যেকটি পদক্ষেপ খুব মেপে এবং সাবধানতার সঙ্গে করতে পারেন। ক্লান্তির কারণে অনেক সময়ই ওপেন সার্জারিতে ডাক্তারের হাত কেপে যেতে পারে। কিন্তু এই প্রক্রিয়ায় তার কোনও আশষ্কা নেই।

নামমাত্র রক্তপাত হয় এই ধরনের সার্জারিতে। থ্রি-ডি ছবি আরও বড় করে দেখা যায় বলে এবং অতি উন্নত রোবোটিক সরঞ্জামগুলো দিয়ে সার্জেন খুব সূক্ষ্ম রক্তনালী আর জালিকাগুলিও দেখতে পান এবং তাদের খেয়াল রাখতে পারেন, যেটা স্ট্যান্ডর্ড ল্যাপারোস্কোপি সার্জারিতে সম্ভব হয় না।

খুব পরিষ্কারভাবে দেখা যায় বলে এবং সরঞ্জামগুলি খুবই উন্নত বলে ক্যানসার কোষগুলি নির্মূল করতেও খুব সবিধা হয়। এতটাই ভালোভাবে ক্যানসার আক্রান্ত কোষগুলি নির্মূল করা যায় কেমোথেরাপি এবং রেডিয়েশনের প্রয়োজন কমিয়ে দেয়। যাতে সেরে ওঠার সম্ভাবনা বেড়ে যায় এবং আনুষঙ্গিক অনেক খরচ এবং পাশ্র্বপ্রক্রিয়া কমিয়ে দেয়।

অপারেশনের পর খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন রোগী এবং দু’-তিন দিনের মধ্যেই বাড়ি চলে যেতে পারেন। বড় রোবোটিক সার্জারির পরেও মাত্র এক-দু’ সপ্তাহের মধ্যেই রোজকার কাজে ফিরে যেতে পারেন।

বিভিন্ন ধরনের সার্জারি রোবোটিক পদ্ধতিতে করা যায়

  • পেটের বিভিন্ন ক্যানসার সার্জারি।
  • গলব্লাডার অপারেশন
  • হিপ রিপ্লেসমেন্ট
  • হিস্টেরেকটমি ও অন্যান্য গাইনোকোলজিক্যাল সার্জারি।
  • ইউরিনরি ব্লাডারের সার্জারি
  • পাইলোরোপ্লাস্টি
  • র‌্যাডক্যাল প্রস্টাটেকটমি ইত্যাদি।

  • সৌজন্যে: ‘সুস্বাস্থ্য’ – কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন