×

Everyday: 10:00AM - 10:00PM

(+88) 01708500125

(+88) 09666741741

Email: care@hellodoctor.asia



× Home Our Doctors Blog Contact Us
(+88) 09666741741
Everyday: 10:00AM - 10:00PM Email: care@hellodoctor.asia
Title Image

Blog

Home  /  Blog

কাদের জীনঘটিত কী কী রোগ হতে পারে

হ্যালো ডাক্তার ব্লগ টিম
2018-10-24 12:50:20

মহিলাদের ক্ষেত্রে কোষ বিভাজন কম হয় যত বেশিবার বিভাজন ততই ক্রোমোজোমের ত্রুটি হবার সম্ভবনা বেশি। মহিলাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় প্রাইমরডিয়াল ফলিকল পর্যায় থেকে পরিপূর্ণ ডিম্বাণু হবার প্রক্রিয়াতে মোট ২৪ বার বিভাজন প্রক্রিয়া হয়। শুক্রাণুর ক্ষেত্রে যা অনেক বেশি। যুবক হবার মধ্যেই অর্থাৎ ১৬ বছরের মধ্যে একটি আদি স্পার্মাটোসাইট মোট ৩০ বার বিভাজন হয়ে যায় এবং তারপর প্রতিটি সুস্থ স্পার্মাটোসাইট প্রতি ১৬ ঘন্টা  অন্তর অর্থাৎ বছরে ৫৪৭ বার বিভাজন হয়। আমরা জানি যে একটি সেল যত বেশিবার বিভাজন হবে বা হতে বাধ্য ততই কোষটিতে মিউটেশন হবার সম্ভাবনা বেশি। একটা আদি স্পার্মাটোসাইট কতবার বিভাজন হবার পর শুক্রাণু উৎপাদন করবে তার হিসাব নীচে দেওয়া হল।

পুরুষটির বয়স কতবার ইতিমধ্যে আদি স্পার্মাটোসাইটগুলো বিভাজিত হয়েছে তারপর শুক্রাণু নিষিক্ত করবে
২০ বছর ১৭৫
৩০ বছর ৪০০
৪০ বছর ৬০০
৫০ বছর ৮০০
৬০ বছর ১০০০
দেখা যাচ্ছে যে আদি শুক্রাণু (স্পার্মাটোসাইট) যত বেশি বছর ধরে বিভাজন হতেই থাকবে ততই সেই সব আদি শুক্রাণু থেকে উৎপাদিত শুক্রাণুগুলিতে ক্রোমোজোম বা জিনের ক্রটি দেখা দেবে। তাহলে দেখা যাচ্ছে পুরুষটির বয়স যতই বাড়ছে তাদরে যেসব শুক্রাণু নির্গত হচ্ছে সেগুলো আদি পিতা (স্পার্মাটোসাইট) কিন্তু ইতিমধ্যে কয়েকশোবার বিভাজন প্রক্রিয়াতে অংশগ্রহন করতে বাধ্য হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেসি যে একটি কোষ যতবার বেশি বিভাজত হয় ততই নতুন কোষগুলিতে জিনের পরপর গঠন অদলকদল হয়ে মিউটেশন হতে পারে। কোথায় পাওয়া যাবে জিন নিয়ে বিশদ তথ্য ও পথনির্দেশ? ভারতীয় পুরুষ ও মহিলাদের নানা জেনেটিক রোগ নিয়ে ডাঃ লালজি সিংহ, “Centre for Cellullar & Molicular Biology”-র ভূতপূর্ব ডিরেক্টর, ‘ÔGenetic FoundationÕ নামক একটি প্রতিষ্ঠান খুলেছে। ঠিকানা : Uppal Road, Hyderabad-500007, India, E.mail : lalgiccmb.res.in, Phone : (040) 27160890, (040) 27160555. আরও একটা জেনেটিক সেন্টারের নাম, ঠিকানা হায়দ্রাবাদ ছাড়াও ভারতে আর একটি বিশ^স্ত প্রতিষ্ঠান হচ্ছে ‘Ô Centre for Medical Genetics Õ-Sir Ganga Ram Hospital. যার ডিরেক্টর হচ্ছেন বিখ্যাত চিকিৎসক ডাঃ আই.সি.ভার্মা। এই কেন্দ্রটি ভারতের নানা জায়গা থেকে আসা রোগীদের স্বল্পমূল্যে রক্ত পরীক্ষা ও নানা উপদেশ দেয়। ঠিকানা : Rajinder Nagar, New Delhi-110 060; Helpline : 9654290523, Phone : 011-25861767, Fax : 011-25862206, E.mail : dr_icverma@yahoo.com.   কলকাতায় জেনেটিক সেন্টার নেই? কলকাতায় Institute of Reproductive Medicine, এখানে ডাঃ কে. থঙ্গরাজ এই বিভাগটি পরিচলনা করে থাকেন। ঠিকানা : HB/36/A/3, HB Block, Salt Lake, Kolkata-700 106 পুরুষটির বয়স বেশি হলে তার সন্তানের কী কী জেনেটিক রোগ বেশি হারে হলেও হতে পারে
  • অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ। যেমন, Apert Syndrome and achndroplasia, Acrodysostosis, Fibrodysplasis
  • ট্রাইনিউক্লিয়োটাইড রিপিট ডিসঅর্ডার।
  • নিউরোসাইক্রিয়াসিস ডিসঅর্ডার বেশি হাওর দেখা যায়।
  • নিউরো ডিজেনারেটভ ডিজিজ- Spino-Cerebellar Ataxio
  • মেন্টাল রিটারডেশন ফ্রেজাইল X সিনড্রোম।
  • ব্লিডিং ডিনঅর্ডার। যেমন, হেমোফিলিয়া A & B.
  • মাইটোকনড্রিয়াল রোগসমূহ।
অনেক বিজ্ঞানীর এও দাবি যে বাবা-মায়ের বয়স যত বেশি হবে সন্তানের তত বেশি বিটা থ্যালাসেমিয়া (মিউটেশন ডিসঅর্ডার), সিকল সেল ডিজিজ, হিমোগ্লোবিন-ই ডিজিজ এবং নানা ধরনের মাসকিউলার ডিসট্রপির হার বাড়বে। তাহলেও শুক্রাণুর মধ্যে কিন্তু জিন মিউটেশন কম হারে হয় ডিম্বাণুর তুলনায় শুক্রাণুর জিন মিউটেশন হার কম। একটি শুক্রাণুর বা ডিম্বাণুতে বেশ কয়েক হাজার জিন প্রোথিত  থাকে যা সেই পুরুষ বা মহিলাটির বাবা-মায়ের মিলিত অবদান। গবেষণালব্ধ তথ্য এও জানা যায় যে শুক্রাণুর (যা ডিম্বাণুর তুলনায় আকারে খুবই ছোট) যেভাবে থরে থরে জিন সাজানো থাকে তা লক্ষ করে বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছেন। শুক্রাণুদের মধ্যে অবস্থিত ১০০ মিলিয়ন বেস পেয়ার (জিনের অংশ ছিল) পিছু মাত্র ১-৪টি পরিবর্তন হলেও হতে পারে।  যাকে আমরা মিউটেশন বলি। উদাহরণ হিসাব বলা যেতে পারে যে, জিনের মধ্যে বেসগুলি সাজানো থাকে বর্ণমালায় ABCDEFG অক্ষরের মতো। একত্রে জিন সাজানোর গড়বড় হলেই নিজ থেকে মিউটেশন হতে পারে। যেকোন কোষ বিভাজন হবার প্রক্রিয়াতে পরবর্তী নতুন কোষগুলিতে জিনের অদলবদল হয়ে গেলে সেই প্রক্রিয়াকে বলে মিউটেশন। অনেকটা জমিজায়গা হস্তান্তর হলে যেমন মিউটেশন হয় তেমনি আর কি।  মিউটেশন দু’ রকম সময়ে হয়। প্রথমত  নিজের কোষ বিভাজনের সময় (during cell division), দ্বিতীয়ত শুক্রাণু ডিম্বাণু মিলন হবার সময় (ফার্টিলাইজেশন) অর্থাৎ তখন সেটা হয় একটা বংশধর থেকে পরবর্তী বংশধরে যাবার সময়। সৌজন্যে: ‘সুস্বাস্থ্য’ – কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন