×

Everyday: 10:00AM - 10:00PM

(+88) 01708500125

(+88) 09666741741

Email: care@hellodoctor.asia



× Home Our Doctors Blog Contact Us
(+88) 09666741741
Everyday: 10:00AM - 10:00PM Email: care@hellodoctor.asia
Title Image

Blog

Home  /  Blog

ডায়াবেটিসে সাধারণ ক্ষত হয়ে উঠতে পারে ভয়ষ্কর

অমিতাভ সিংহ রায়
2019-05-18 14:17:32

গোটা বিশ্ব জুড়ে ডায়াবেটিসের সমস্যা প্রকট হয়ে উঠেছে। আর তা আরও বেশি প্রকট হয়ে উঠছে ভারতবর্ষে। ডায়াবেটিস হল নিঃশব্দ ঘাতক। সাধারণভাবে ডায়াবেটিস রোগীদের কোনও শারীরিক কষ্ট প্রকট হয়ে ওঠে না। তবে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগতে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। ডায়াবেটিসকে সাধারণত দু’ভাগে বিভক্ত করা হয়—টাইপ-১, এবং টাইপ-২।

আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের ডায়াবেটিসের কথা শুনি তা হল টাইপ-২ ডায়াবেটিস, যা ডায়াবেটিস মেলিটাস নামে পরিচিত। এই ডায়াবেটিসে দীর্ঘদিন ভুগতে থাকলে যে জটিলতা হতে পারে তার মধ্যে অন্যতম হল ডায়াবেটিক ফুট আলসার’। এই রোগে প্রাথমিকভাবে পায়ের তলায় আলসার হয় এবং তা ক্ষতিগ্রস্থ করে পরে তা ছড়িয়ে পড়ে জটিল অবস্থায় সৃষ্টি করে। একটি সমীক্ষা অনুযায়ী ২০০০ সালে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ১৩১ মিলিয়ন এবং ধরা হচ্ছে ২০৩০ সালে এই সংখ্যা ৩৬৬ মিলিয়ন ছুঁয়ে ফেলবে। তার মধ্যে ২৫ শতাংশ রোগীর ‘ডায়াবেটিক ফুট আলসার’ হওয়ার সম্ভাবনা প্রবল।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফুট আলসার তথা পায়ের ঘা মারাত্মক জটিলতার সৃষ্টি করে। শরীরের কোনো জায়গায় ক্ষত হলে তা শরীরের সহজাত প্রক্রিয়ার মাধ্যমে ভালো হয়ে যায় এবং তা হয় ত্বকের ডার্মাল স্তরের এক্সট্রা সেলুলার মার্টিক্সে ধাপে ধাপে মেরামতির মাধ্যমে। কিন্তু কয়েকটি ক্ষেত্রে এই পদ্ধতি বাধাপ্রাপ্ত হয়। যার মধ্যে ডায়াবেটিস অন্যতম।

এই ফুট আলসার হল ত্বকের সুপার ফিসিয়াল স্তরে তৈরি হওয়া ক্ষত। যার সাথে প্রদাহও থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা ক্রনিক আলসারে পরিণত হবার সম্ভাবনা দেখা যায়। এর পিছনে মূলত দায়ী অপরিমিত রক্তপ্রবাহ বা আর্টারির সমস্যা ইত্যাদি। পায়ে বা পায়ের পাতায় কোনোরকম ক্ষত হলে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তা আলসারে পরিণত হবার সম্ভাবনা অনেকটাই বেশি।

সাবধানতা

নরম চটি বা জুতো ব্যবহার করতে হবে। জুতো বা চটি পায়ে যেন চেপে বসে না থাকে।

খালি পায়ে বাইরো তো যাওয়া ঠিক হবে না, বরং বাড়িতে ঘরের মধ্যেও চটি ব্যবহার করা উচিত।

প্রতিদিন স্নানের সময় পায়ের আলাদা যত্ন নেওয়া দরকার। পায়ের পাতা ভালোভাবে পরিষ্কার করে সম্ভব হলে অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করতে হবে।

পায়ে কোনোরকম ক্ষত হলে তা সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রয়োজন হলে প্রতিদিন ড্রেসিং করতে হবে। যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

চিকিৎসা

ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পায়ের অতিরিক্ত যত্ন নিতে হবে ডায়াবেটিস রোগীদের। তাহলে অনেকটাই আটকে রাখা যাবে ফুট আলসারকে। তবে কোনোভাবে ক্ষত হয়ে গেলে সেক্ষেত্রে তার আলাদা যত্ন নিতে হবে। বাড়াবাড়ি রকমের ক্ষত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। এই ক্ষত যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করানো না হয় তাহলে এই আলসার তথা ঘা থেকে গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে। যে কারণে কাটা পড়তে পারে আপনার পা। তাই আগে থেকেই সতর্ক থাকুন।


সৌজন্যে: ‘সুস্বাস্থ্য’ – কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন