খুঁতহীন মুখ সহজেই সম্ভব
হ্যালো ডাক্তার ব্লগ টিম
2018-11-22 15:20:43
প্রত্যেত মানুষ চায় নিজেকে সুন্দর দেখতে। আর কে না জানে সুন্দর মুখের জয় সর্বত্র। এক সময় ছিল যখন শরীর ও মুখের খুঁতকে সঙ্গে নিয়েই সারাজীববন কেটে যেত। বর্তমানে কসমেটিক ও প্লাস্টিক সার্জারির সাহায্যে অনেক খঁতকে সহজেই ঢেকে যেওয়া সম্ভব। খুব সামান্য খরচের বিনিময়ে নিজেকে নিখুঁত করে ফেলা আর গল্প কথা নয়। প্লাস্টিক সার্জারির সাহায্যে মুখের যে সব খুঁত দূর করা যায় সেগুলো হল—ক্ষত নিরাময়, জড়ুল অপসারণ, জন্মদাগ ঠিক করা, ত্বকের অস্বাভাবিকতা দূর করা, ত্বকে বয়সের ছাপ ঠিক করা,শ্বেতীয় খুঁত সংশোধন করা, ঝুলে পড়া বা ফুলে থাকা চোখের পাতাকে স্বাভাবিক করা, মোটা ঠোঁট সংশোধন করা, চিকুক নির্মাণ করা, সংশোধনের সাহায্যে কানের অস্বাভাবিকতা দূর করা, মুখের শিথিল ও কোঁচকানো চামড়া টান টান করে দেওয়া ইত্যাদি। কীভাবে করা হয় মুখের অধিকাংশ অস্ত্রোপচারে স্থানীয় পর্যায়ে অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হয়। কয়েক ঘন্টার এই সব অপারেশনের জন্য হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হতে হয় না।
- ক্ষত: যদি কারো মুখে ক্ষত থাকে তাহলে ক্ষত সারিয়ে ছোট আকারের করে দেওয়া হয়। বাইরে থেকে দেখে সহজে ক্ষতের অস্তিত্ব বোঝা যায় না।
- চিবুক: চিবুক নির্মাণে সিলিকন প্রস্থেসিস নামে এক ধরনের কৃত্রিম উপাদান মুখের ভিতর দিয়ে ঢোকানো হয় এবং চিবুক নির্মাণ করা হয়।
- চোখের পাতা ও মোটা ঠোঁট: ঝুলে পড়া কিংবা ফুলে থাকা চোখের পাতা ও ঠোঁটকে স্থানীয়ভাবে অবশ করে নেওয়া হয়। অস্ত্রোপচার করার পরদিনই ছেড়ে দেওয়া হয়।
- দাগ: মুখে কিংবা হাত-পায়ে শ্বেতীর সাদা দাগ লেজার অথবা ডার্মাব্রেসন ও ফিল্টার গ্রাফট, আলট্রাথিন স্কিন গ্রাফট এবং স্ক্যাশড কেরাটিন গ্রাফটের সাহায্যে দূর করা হয়।
- কানের অস্বাভাবিকতা: কাটা কানের লতি বা বড় কানকে একদিনের সয়শোধর করে ফেলা যায়। তবে জন্মগত কানের খুঁত সারাতে কয়েকটি ধাপের সাহায্যে নেওয়া হয়। পাঁজরার তরুণাস্থি থেকে উপাদান সংগ্রহ করার পর কানের কাঠামো প্রস্ত্তুত করে প্রতিস্থাপনের আগে এটাকে চামড়ার পকেটে বা স্কিন গ্রাফট করে ঢেকে নিতে হয়। এই ধরনের অস্ত্রোপচার কিছুটা বড় বলে জেনারেল অ্যানাস্থেশিয়ার সাহায্য লাগে।
- বয়সের ছাপ: মুখে বয়সের ছাপ পড়ে গেলে তা সংশোধনের ব্যবস্থাও রয়েছে। মিনি ফেস লিফট পদ্ধতির সাহায্যে মুখ, গলা ও চিবুকের শিথিল কোঁচকানো চামড়া এবং চামড়ায় ভাঁজের দাগ সারিয়ে ফেলা যায়। এই পদ্ধতিতে অস্ত্রোপচার করলে কানের কাছ দিয়ে একটি অস্পষ্ট রেখার আভাস থেকে যায় মাত্র।