উচ্চ রক্তচাপ কিডনি খারাপ হতে পারে
ডাঃ ডি.কে. পাহাড়ী
2018-12-14 12:19:09
রক্তচাপ এক জায়গায় থাকে না, রক্তচাপের ওঠা-নামা হয়ই। দেখা গেছে কারো কারো দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে। কারো কারো রক্তচাপ এমনিতে বেড়ে যায়। মনে রাখতে হবে, উচ্চ রক্তচাপ এমনিতেই ভীষণ বিপজ্জনক। এ থেকে সব সময়েই বিপদের সম্ভাবনা থাকে। উচ্চ রক্তচাপের জন্য কিডনি খারাপ পর্যন্ত হতে পারে। হঠাৎ রক্তের চাপ বাড়ার জন্য এমনটা হয়ে থাকে। আবার অনেকদিন ধরে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের পা ফুলে যায়। উচ্চ রক্তচাপ হলে অতি দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। কারণ চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে সঠিক ওষুধ দেবেন। এর ফলে কিডনির মতো অতি প্রয়োজনীয় অঙ্গটি রক্ষা পাবে। উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে হলে চাই ঘুম। টেনশন মুক্ত থাকতে হবে। এগুলো যদি নিজস্ব উপায়ে না করা যায় তখন ডাক্তারবাবু ঘুম ও টেনশন মুক্ত হওয়ার প্রয়োজন তা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তাই উচ্চ রক্তচাপকে একদম অবহেলা করবেন না। সৌজন্যে: ‘সুস্বাস্থ্য’ – কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন