×

Everyday: 10:00AM - 10:00PM

(+88) 01708500125

(+88) 09666741741

Email: care@hellodoctor.asia



× Home Our Doctors Blog Contact Us
(+88) 09666741741
Everyday: 10:00AM - 10:00PM Email: care@hellodoctor.asia
Title Image

Blog

Home  /  Blog

অ্যাসিডিটি থেকেও বাড়ে মাইগ্রেনের ব্যথা

হ্যালো ডাক্তার ব্লগ টিম
2018-10-18 16:17:38

মাইগ্রন বা আধক পালি রোগের কারণ সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় নি । তবে রোজ ,রাত জাগা ,টেনশন ও অ্যাসিডিটি  থেকে মাইগ্রেনের ব্যাথা বেড়ে যায় । বংশগত কারনে  মাইগ্রেনের ব্যাথা হতে পারে । আবার দীর্ঘদিনের সাইনাসের সমস্যা থেকেও মাইগ্রেন হতে পারে ।মাইগ্রেনের ব্যাথা হল ব্রেনের নার্ভ পেইন। লক্ষণঃ

  1. মাইগ্রেনের প্রধান লক্ষন হলো এক দিকের মাথা ব্যাথা ।ডান অথবা বাদ দিক থেকে মাথা ব্যাথা শুরু হয় ,মাথাব্যাথা ক্রমশ বাড়ে ও তীব্র যন্ত্রণা হয় ।মাথাব্যাথার সঙ্গে বমি ভাব ও বমি হয় । মাথা ব্যাথা এতটাই তীব্র হয় যে ব্যাথার ওষুধ খেয়েও কমে না । ঘর অন্ধকার করে শোয়ে থাকলে কিছুটা আরাম হয়।
  2. মাইগ্রেনের ব্যাথা একটা পিরিওডিসিটি মেনটেন করে । অর্থ্যাৎ হয় দিনে বাড়ে বা রাতে বাড়ে ।কিছুদিন ছাড়া ছাড়া হবে , মাসে একবার বা পনেরো দিনে একবার বা সপ্তাহে একবার ।
  3. মাইগ্রেনের ব্যথা অনেক সময় দু'-তিন দিন পর্যন্ত থাকে ।
  4. অনেকের ব্যথা নির্দিষ্ট করে ডান বা বাম দিকেই হয় । অনেকের ব্যথা দিক পরিবর্তন করে ,অর্থ্যাৎ কখনো ডান দিকে আবার কখনো বা বাম দিকে হয়  ।
যে সব কারনে মাইগ্রেনের ব্যাথা বেড়ে যায় ঃ যে সকল কারনের জন্য মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে সেগুলো হল-
  1. মেয়েদের মাসিকের সময় মাইগ্রেনের ব্যাথা বাড়তে পারে ।
  2. গরভনিরোধক ওষুধের ব্যবহার থেকে ব্যাথা হতে পারে ।
  3. অ্যালকোহল ,চীজ,চকলেট ,দুধের জিনিস ইত্যাদি খেলে মাইগ্রেন বাড়তে পারে ।
  4. স্ট্রেস বা মানসিক চাপ ,খুব জোরালো আলো ও শব্দ ,উগ্র গদ্ধ ইত্যাদি থেকেও মাইগ্রেনের ব্যাথা বেড়ে যায় ।
হোমিওপ্যাথিক ট্রিট্মেন্টঃ মাইগ্রেন জীবনে সারবে না এ কথা ভুল । মাইগ্রেনের জন্য দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ব্যাথার ট্যাবলেট বা নার্ভের ওষুধ খেলে মাইগ্রেন পুরোপুরি সারে না অথচ পেটের সমস্যা ও ঘুমের সমস্যা হতে পারে । হোমিওপ্যাথিক চিকিৎসায় মাইগ্রেন ভালো হয়ে যায় ।তবে ছ' মাস এক বছর চিকিৎসা করতে হয় মাইগ্রেনের ব্যাথার তীব্রতা ও কত দিনের পুরোনো তার উপর নির্ভর করে । মাইগ্রেনের রোগীদের রোদে ঘোরা নিষেধ । সামান্য রোদ থেকেই ব্যাথা খুব বেড়ে যেতে পারে । এদের দিনে সবসময় ছাতা বা টুপি ব্যবহার করতে হয় । হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক । ডান দিকে ব্যাথা হলে স্যান ক্যান ,লাইকো ,স্যানিকিউলা ভালো কাজ করে ।বাম দিকের জন্য স্পাইজেলিয়া ,ল্যাকেসিস ,থুজা ভালো ভালো কাজ করে । ব্যথা অলটার করলে পালসেটিলা ।ব্যাথা সামনে থেকে পিছনে গেলে সাইলেসিয়া ,জেলসিমিয়াম । ক্রনিক মাইগ্রেনের ব্যাথায় নেট্রাম মিউর ,ক্যালকেরিয়া ,নেট্রাম সালফ ,সালফার ভালো কাজ করে । অ্যাকিউট ব্যাথা কমাতে বেলেডোনা ,গলোনোইনস ,নাক্স ভমিকা ,স্যান ক্যান ,স্পাইজেলিয়া খুব ভাল কাজ করে । সুতরাং মাইগ্রেনের ব্যাথা সারাতে সময় নষ্ট না করে হোমিওপ্যাথিক চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ।