জ্বরের প্রকাশ কতদিনে
হ্যালো ডাক্তার ব্লগ টিম
2018-10-22 15:54:54
মুখ ভার করে চুপ কেন বলুন ? ফিভার হয়েছে বুঝব কেমন করে ? থার্মোমিটারে জ্বর উঠছে না ,বিলো নাইনটি এইট পয়েন্ট ফোর ড্রিগ্রী সেন্টিগ্রেড এর নীচে ,অ্যাক্সিলারি মানে বগলে মিটার রেখে পাচ মিনিট দেখলাম ,উঠছে না ।তখন কি করব? মিটার বগলে দিয়ে না উঠলে কিন্তু জ্বরকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না । কী করবেন ? ওরাল টেম্পারেচর দেখতে পারেন ,সাবধানে ,কাঁচ পারদ নব যেন না ভাঙে । এক মিনিট রেখে তাপমাত্রা দেখুন ,নর্মাল নিরানব্বই পয়েন্ট ফোর ,তার উপরে আছে কিনা ,থাকলে আপনি জ্বরের রোগী । মহিলাদের ঋতুচক্রের সময় নাইনটি এইট পয়েন্ট ফোর নর্মাল ,তাই নর্মাল তাপমাত্রা বগলে মেপে ওই মাত্রাকে সর্বোচ্চ স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়েছে । বাস্তবে আমাদের বগল এর তাপমাত্রা সাতানব্বই -আটানব্বই এর মধ্যে থাকে । শরীর খারাপ থাকলে গা ব্যাথা ,গ্যা ম্যাজম্যাজ ,মাথা ধরা ,শরীরের পেশিতে ব্যাথা ,এগুলো জ্বর নয় ।জ্বরের পূর্বলক্ষণ হতে পারে ।ডাক্তারি পরিভাষায় বলা হয় ,প্রোডোমান স্টেজ বা রোগপূর্ব অধ্যায় । পেশি ব্যথা মায়ালজিকা ,হলা ব্যাথা , মাথাব্যাথা ,গা -ভারী ইত্যাদি । দু-চারদিনে আপনিই ঠিক হয়ে যায় । কিন্তু শরীরটা ভাল বোধ হয় না ,দশ -পনেরদিন পরে কিংবা আরও আগে জ্বর পুনরায় তেজে প্রকাশিত হয় । ম্যাথা ব্যাথা ,গা -ব্যাথা ,পেশি ব্যাথা ইত্যাদি সব মাথা চাড়া দিয়ে ওঠে । জ্বর ৯৯-১০০-১০১-১০২ ড্রিগ্রি বাড়তে থাকে । সিঁড়ির ধাপের মতন যখন বাড়তে বাড়তে ৯৯-১০০-১০১-১০২ -১০৩ ড্রিগ্রী হলো তখন আমাদের টনক নড়ে শয়্যা গ্রহনে বাধ্য করে । যেম সিড়ির ধাপে শুধু উঠতেই আছে ,নামবার নাম নেই ।দুপুরবেলা বেশি হতে পারে ,আপ-ডাউন অল্প হয়ে থাকে ।কখনও স্বাভাবিক ৯৮ -এর নিচে নামে না ,বরং দু-চার দিনে ১০৪ এ উঠে পড়ে ।এরুপ জ্বর টাইফয়েড ,নন রিমিট্যান্ট ,কন্টিনিউয়াস জ্বর বা অবিরাম জ্বর , সঙ্গে থাকে কনস্টিপেশ্ন বা কোষ্ঠকাঠিন্য । মল বন্ধ ,ক্ষুধাহীনতা ,দুর্বলতা এক প্রকারের আচ্ছন্নতা ,ঝিমুনী গ্রাস করে , অষ্টাঙ্গ অসহায় হয়ে পড়ে ।প্রোডামাল স্টেজ থেকে জ্বরের প্রকাশ হওয়া অবধি সময়কালকে জ্বরের ইনকিউবেশন পিরিয়ড বলা হয়ে থাকে । কোন কোন জ্বরের ইউকিউবেশন পিরিয়ড থাকে না ।
- ভাইরাস ঘটিত জ্বরের ইউকিউবেশন পিরিয়িডঃ
- ব্যাকটেরিয়া ঘটিত জ্বর ঃ
- জীবাণু ঘটিত জ্বরঃ
- অন্যান্য জ্বরঃ
- জ্বরের কারণ পাওয়া যায় না যখন ,তাকে পি.ইউ.ও (পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন) বলা হয় ।কোন সঠিক ইনকিউবেশন পিরিয়ড নেই । জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম আট ঘন্টা থেকে চার ঘন্টা অন্ত্র প্রয়োজনমত খাবেন ।খাবেন ও .আর .এস ।