শিশু কিশোরদের উচ্চ রক্তচাপ
ডা.মো. নাজমুল হক (কনসালটেন্ট মেডিসিন ও কার্ডিওলজিস্ট,বাংলাদেশ নৌ-বাহিনী)
2019-03-05 14:08:03
সাধারণভাবে ধারণা করা হয় উচ্চ রক্তচাপ শুধু বৃদ্ধদের রোগ, এ ধারণার কারণে আমরা আমাদের পরিবারের ছোট সদস্যদের উচ্চ রক্তচাপের ব্যাপারে প্রায়ই উদাসীনতা দেখাই। প্রকৃত পক্ষে শিশু কিশোরদের উচ্চ রক্তচাপ হতে পারে। বিভিন্ন কারণে অল্প বয়সে রক্তচাপ দেখা দিতে পারে। সাম্প্রতিক সময়ে অপেক্ষাকৃত কম বয়সে, ২৫ থেকে ৩৪ বছর বয়সের মধ্যেই উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণাত দেখা যাচ্ছে। এই জন্য আধুনিক ও অনিয়ন্ত্রিত জীবযাপন অনেকাংশেয় দায়ী। অতিরিক্ত লবণযুক্ত ফাস্ট ফুড সেবন, প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, ওজন বৃদ্ধি এবং কায়িক শ্রমের অভাব। অল্প বয়সী মানুষের মধ্যে উচ্চ রক্তচোপের আশষ্কা বাড়িয়ে তুলেছে। আবার বিভন্ন ধরনের রোগ যেমন কিডনি জটিলতা বা হৃদরোগের কারণে শিশু কিশোরদের মধ্যে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। অল্প বয়সে উচ্চ রক্তচাপ দেখা দেওয়া বিচিত্র নয়। কিন্তু এ ক্ষেত্রে অন্তনিহিত কোনো রোগ বা কারণ আছে কি না তা খুজে দেখা উচিত। তা না হলে অল্প বয়সেই হার্ট অ্যাটাক বা কিডনি ফেইলজনিত জটিল রোগে তারা আক্রান্ত হতে পারে । কম বয়সে হঠাৎ রক্তচাপ বৃদ্ধি পেলে দেরি না করে শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পরিবারের ছোট সদস্যদের ব্যাপারে আমাদের বেশি যত্নবান হওয়া উচিত।