×

Everyday: 10:00AM - 10:00PM

(+88) 01708500125

(+88) 09666741741

Email: care@hellodoctor.asia



× Home Our Doctors Blog Contact Us
(+88) 09666741741
Everyday: 10:00AM - 10:00PM Email: care@hellodoctor.asia
Title Image

Blog

Home  /  Blog

আপনার ব্রেনকে কীভাবে সুরক্ষিত রাখবেন

হ্যালো ডাক্তার ব্লগ টিম
2018-10-09 14:59:48

ব্রেন ড্যামেজ নানা কারনে হতে পারে । যেমন হঠাৎ করে সড়ক দুর্ঘটনা কিংবা খেলতে গিয়ে বল মাথায় লেগে বা উঁচ থেকে পড়ে গিয়েও ব্রেনে আঘাত লাগতে পারে । হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাতে গিয়েও ঘটতে পারে ব্রেন ড্যামেজের মতো ঘটনা । এছাড়া কারখানায় কাজ করার সময়ও ওপর থেকে ভারী জিনিস পড়ে মাথায় চোট লেগে ব্রেন জখম হতে পারে । ড্যামেজ কনট্রোল কি সম্ভব :ব্রেনে আঘাত পাওয়ার সাথে সাথেই যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয় । যার ফলে ব্রেনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় । এবং চিকিৎসা পরবর্তী ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা যায় । কিন্তু আমাদের দেশে এই ধরনের ব্রেন ইঞ্জুরি সেটা সড়ক দুর্ঘটনাই হোক বা অন্য কোন ভাবেই হোক, রোগী দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে যতক্ষন না কোন পুলিশ আসে । এরপর যখন রোগী নানা হাসপাতাল ঘুরে সঠিক যায়গায় চিকিৎসার জন্য আসে তখন সেকেন্ডারি ব্রেন ড্যামেজ হয়ে যায় অক্সিজেন ও স্যালাইনের অভাবে । পুনশ্চঃ বাংলা ভাষায় জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক মাসিক পত্রিকা ‘সুস্বাস্থ্য’ এ প্রকাশিত প্রবন্ধ অবলম্বনে রচিত'